শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে অগ্নিকান্ডে তাঁত কারখানাসহ ৩টি ঘর ভষ্মিভুত, কোটি টাকার ক্ষতি

এনায়েতপুরে অগ্নিকান্ডে তাঁত কারখানাসহ ৩টি ঘর ভষ্মিভুত, কোটি টাকার ক্ষতি

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরের রহমতখোলায় অগ্নিকান্ডে তাঁত কারখানাসহ ৩টি ঘর ভষ্মিভুত হয়েছে। এতে ৩০টি তাঁত ও তাঁতে থাকা সুতা তানা মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকাট ক্ষতি হয়েছে।

এনায়েতপুর থানার ওসি মোঃ আনিসুর রহমান ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রহমত খোলার তাঁত কাপড় ব্যবসায়ী শামীম হোসেনের বাড়িতে সোমবার দিবাগত রাত পৌনে ১টার সময় আকস্মিক ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন তাঁত কারখানা ও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে রাত ২টায় খবর পেয়ে বেলকুচি ও শাহজাদপুরের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন তাঁত কারখানায় থাকা ৩০টি তাঁত সুতা তানা সহ তিনটি ঘর ও এতে থাকা যাবতীয় জিনিসপত্র ভষ্মিভূত হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামীম হোসেন। তিনি জানান, আগুনে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন চলার মত কোন উপায় নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments