জয়নাল আবেদীন: জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি’র বিরুদ্ধে মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও মহানগর ছাত্র সমাজ, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, শ্রমিক পার্টিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। পায়রা চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্র সমাজের সভাপতি আরাফাত রহমান আসিফ, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুবসংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফারুখ মন্ডলসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির মধ্যে ভাঙ্গন তৈরীর রাজনীতি শুরু করে। জাপা’র ভাঙ্গনকে পুঁজি করে তারা ক্ষমতায় যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও আওয়ামী লীগ সরকার নতুন খেলায় মেতেছে। দলের কিছু বিচ্ছিন্ন নেতাদের দিয়ে মামলা করে জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা তৃণমূলের জাতীয় পার্টির নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি।

অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে দলীয় চেয়ারম্যানের ডাকে যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

Previous articleউল্লাপাড়ায় পুকুর খনন বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
Next articleতৃতীয় বিশ্ব জৈবধাতব রসায়নবিদের অভিজ্ঞতা বিনিময়
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।