মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে কৃষি শ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে তার লাশ জালালপুর ইউনিয়নের সৈয়দপুর জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শামচুল হক মোল্লা (৫০) সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামচুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পরিকল্পিত ভাবে তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখেছে।
এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে হত্যার রহস্য উদঘাটন হবে। এছাড়া হত্যার কারণ জানতে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleপাঁচবিবিতে শত বছরের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও লক্ষী মেলা অনুষ্ঠিত
Next articleদ্বিতীয় পরমাণু বিদ্যুৎ ইউনিটের নির্মাণ শুরু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।