বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে স্কুল ছাত্রীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ আলম। এসময় উপস্থিত ছিলেন, বিআরডিবির ইউসিসিএ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন হাওলাদার, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরাইয়া পারভীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন প্রমুখ। প্রশিক্ষণের সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।

Previous articleউল্লাপাড়ায় নিরাপদ ঔষধ ও এন্টিবায়োটিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
Next articleজয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।