বাংলাদেশ প্রতিবেদক: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ধোধন হয়েছে। বৃহস্পতিবার সার্কিট হাউজ মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন উপস্থিত ছিলেন। এ মেলায় বিষয় ভিত্তিক ৭৮টি স্টল খোলা হয়েছে। এসব ষ্টলের মাধ্যমে নাগরিক সুবিধার নানা দিক সম্পর্কে সব সাধারন বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন।

Previous articleমুলাদীতে স্কুলছাত্রীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
Next articleবগুড়ায় পরিত্যক্ত ডোবা থেকে ৩টি মাথার খুলিসহ হাড় উদ্ধার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।