মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে ২০৫পিস ইয়াবা-সহ মোঃ মতিউর রহমান (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মাদক কারবারি: মোঃ মতিউর রহমান মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার মৃত আঃ সামাদের ছেলে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ- পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ মতিউর রহমানকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে কাশিয়াডাঙ্গা থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Previous articleছাত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ: ইবিতে সেই অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
Next articleসাপাহারে ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।