বাংলাদেশ প্রতিবেদক: নওগাঁর সাপাহারে ধান বোঝাই ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে আমান বাবু (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আমান বাবু উপজেলার ত্রিশুলডাঙা গ্রামের শরিফ হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আমান বাবু কয়েকজন বাচ্চার সাথে মাঠে খেলতে যায়। ইতিমধ্যে ধান বোঝাই একটি ট্রলি আসলে তারা ট্রলির পিছনে পিছনে দৌড়াতে থাকে। এমতাবস্থায় ওই ট্রলির চাকা দেবে গেলে চালক পিছনে ব্যাক দেয়। এসময় অন্যান্য বাচ্চারা পালিয়ে গেলেও আমান বাবু পালাতে ব্যার্থ হয়ে ট্রলির পিছনের চাকার নিচে পড়ে যায় শিশু আমান বাবু। পরে ট্রলির চালক (আমানের চাচা) আরিফ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।

Previous articleরাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Next articleকলাপাড়ায় মানসিক রোগী ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির স্বজনদের সন্ধান চাই
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।