মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর গলাচিপায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ রহমান। এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার সাংবাদিকরা এ ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

মামলাসূত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সোহাগের বাম চোখ এবং বাম চোয়ালে রক্তাক্ত জখম হয়। এসময় তার ক্যামেরা ও ল্যাপটব ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এঘটনার সোহাগ বাদী হয়ে ৫ জনের নামে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই হামলাকারী মারুফ (৩৭) ও আকিদ(২৮) কে গ্রেফতার করেছে।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, আহত সাংবাদিক গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃতদের আজই আদালতে সোপর্দ করা হবে।

Previous articleচাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে চিহ্নিত কিশোর গ্যাং গ্রুপের লিডারসহ গ্রেফতার ৪
Next articleবিএনপির সমাবেশ: যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র‍্যাব
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।