মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাসড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এ্যাসফাল্ট কার্পেটিং রাস্তার কাজ চলমান রয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজের আওতায় উপশহর, তেরখাদিয়া এলাকায় প্রায় ৪ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ করা হচ্ছে। বর্তমানে বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত ৭শ মিটার কাজ চলছে।

পরিদর্শনকালে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, উপ- সহকারী প্রকৌশলী আলমতি শরাফুদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments