বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই থেকে ঢাকায় সমাবেশে যাওয়ার পথে আসিফ নুর খান নামের এক ছাত্রদল নেতাকে পিটিয়ে ছাত্রলীগ পুলিশে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ১২টার দিকে উপজেলা সদর বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

আসিফ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের মকসুদ আহাম্মদের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন বলেন, আসিফ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে যোগ দিতে আসিফ ঢাকায় যাওয়ার জন্য উপজেলা সদরের বাস কাউন্টারে গেলে সেখানে ছাত্রলীগের ছেলেরা তাকে মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দেয়ার বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল বলেন, গতকাল রাতে সন্দেহজনক গতিবিধি দেখে অন্য এলাকার ছাত্রলীগের কর্মীরা এক ছাত্রদল নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বলে তিনি জেনেছেন। তবে তাকে মারধর করার তথ্য সত্য নয় বলে তার দাবি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন বলেন, গতকাল রাতে ব্যাগসহ সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় কিছু ছেলে এক ছাত্রদল নেতাকে ধরে পুলিশে দিয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে একটি মামলা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Previous articleরংপুর সিটি নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবু
Next articleবিক্রির জন্য আনা ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ রাবি ছাত্রলীগ নেতা অটক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।