বাংলাদেশ প্রতিবেদক: শার্শায় পারিবারিক কলহর জেরে নাহার বেগম (৪৫) আত্মহত্যা করেছে। শুক্রবার বিকালে উপজেলার বলিদাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেশীরা জানান গত কয়েক দিন ধরে কামালের বাড়িতে বৌ-শাশুড়ির পারিবারিক কলহ ঝগড়াঝাঁটি লেগে ছিলো। এরই জের ধরে শুক্রবার সকালে নাহার বেগমের ভাসুর যুবদল নেতা ফজলুর রহমান তাকে ও তার মেয়েকে অমানুষিক মানুষের ন্যায় নির্যাতন চালায়। তাই শুক্রবার দুপুরের পরে নিজ ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।

উপজেলা পুলিশের সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন আমি ঘটনা স্থলে গিয়ে মিহতের পরিবারে কাছ থেকে ঘটনা শুনে, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

Previous articleরংপুর সিটি নির্বাচনে মেয়র পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিলনকে দল থেকে বহিষ্কার
Next articleপটুয়াখালীর ‘শ্রেষ্ঠ জয়িতা’ কলাপাড়ার মিলি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।