কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ক‍্যাম্প ৮ ইস্ট, ব্লক বি-৬২ এবং ব্লক বি-৪৯ এর মাঝখানে ঘটনাটি ঘটে।

নিহতদের একজনের নাম সলিম উল্লাহ (৩৩)। তিনি ক‍্যাম্প ৮ ইস্টের ব্লক বি-২৪ এর বাসিন্দা মোহাম্মদ নুর প্রকাশ ইউনুছের ছেলে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী শনিবার (১০ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪০/৫০ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী ক‍্যাম্প ৮ ইস্টের হেড মাঝি মোঃ রফিকে মারতে যায়। সংবাদ পেয়ে ৮ এপিবিএনের টহলরত টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে রোহিঙ্গা সন্ত্রসীরা ‘পুলিশ পুলিশ’ বলে গুলি ছুঁড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়।

ঘটনাস্থল থেকে অস্ত্রের অংশ বিশেষ (দেশীয়) এল.জি, চার রাউন্ড তাজা কার্তুজ, ১টি ছোরা, ১টি ম‍্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও শটগানের কার্তুজ ৪টি উদ্ধার করা হয়েছে।

অপরদিকে শটগান এবং চায়না মিলিয়ে প্রায় ৭৩ রাউন্ড গুলি করে পুলিশ।

ওসি আরও জানান, নিহত রোহিঙ্গা সন্ত্রাসীদের লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

গুলিবিদ্ধ আরেকজন পালিয়ে গেছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Previous articleঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
Next articleনোয়াখালীতে ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।