এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১২ মাদকসেবীকে আটক করেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে র‌্যাব সদস্যরা জয়পুরহাট শহরের সুগার মিল সংলগ্ন তাজুর মোড় এলাকায় এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন- আব্দুস সামাদ (৫৪), রবিউল ইসলাম (৪০), দোলন হোসেন (৪৭), আঃ জলিল (৬৩), হাফিজুল ইসলাম (৪৫), সাইফুল ইসলাম, (৩৮), মিজানুর রহমান (৪২), খোরশেদ আলম (২০), কিয়াম আলী(৪০), মতিউর রহমান(৩৬), জাহাঙ্গির আলম (৩৫), আলম শেখ (৫০)।

র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Previous articleজয়পুরহাট হানাদার মুক্ত দিবস আজ
Next articleবঙ্গবন্ধুকে হত্যার পর বেতার হয়ে গেল রেডিও, জয়বাংলা হলো জিন্দাবাদ: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।