বাংলাদেশ প্রতিবেদক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার শপথ নিয়ে কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী বিজয়োৎসব শুরু হয়েছে।

কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ উৎসবের আয়োজন করেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, সাংবাদিক শফি খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরীসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট ভুক্ত সংগঠন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও উদীচী
কুড়িগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক বলেন, এবারের বিজয় দিবসে আমরা মুক্তি যুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। সেই সাথে সকল যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Previous articleমধ্যনগরে পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ৬
Next articleবুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে: তথ্যমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।