আহম্মদ কবির: সুনামগঞ্জের মধ্যনগরে পৃথক দুটি অভিযানে ১২কেজি ভারতীয় গাঁজা উদ্ধার সহ ৬মাদক কারবারিকে আটক করে থানা পুলিশ।

আজ (১৫ডিসেম্বর)বৃহস্পতিবার বিকালে মধ্যনগর থানা পুলিশের এসা আই (নিঃ) সৈয়দ সারোয়ার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকসটিম মধ্যনগর থানা এলাকার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামে মাদককারবারি সাদিকুল ইসলাম এর বসতবাড়ি সংলগ্ন লেবু বাগানে বিশেষ অভিযান চালিয়ে ৯কেজি গাঁজাসহ ৪জন মাদককারবারিকে আতক করে।

আটককৃত মাদককারবারিরাহল মধ্যনগর থানা এলাকার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের মৃত ছাবির মড়ল এর ছেলে সাদিকুল ইসলাম (৫০)একই গ্রামের রশিদ মিয়ার ছেলে লালন মিয়া(২৮),মৃত কাশেম আলী ছেলে আলী হোসেন (৩৫),একই ইউনিয়নের হামিদপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে মাহাবুব মিয়া(২২)।

অন্যদিকে একইদিনে সন্ধ্যায় এস আই(নিঃ)মশিউর রহমান এর নেতৃত্বে পুলিশের অন্য একটি চৌকসটিম পৃথক একটি অভিযানে একই ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত হাজী আব্দুল বারি এর ছেলে আব্দুর রউফ এর সরিষা ক্ষেতে বিশেষ অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ ২জন মাদককারবারিকে আটক করে।

আটককৃত আসামীরা হল মধ্যনগর থানা এলাকার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের সুমন মিয়ার ছেলে শাকিল মিয়া(২২),একই গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে মিটন মিয়া(১৯)।আটককৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করে,বর্ণিত আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজূ করিয়া আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মধ্যনগর থানা অফিসার ইন-চার্জ জাহিদুল হক বিষটি নিশ্চিত করে বলেন জব্দ তালিকা শেষে আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Previous articleমুলাদীতে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
Next articleকুড়িগ্রামে ৩ দিনব্যাপী বিজয়োৎসব শুরু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।