বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে কিশোরী শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা (ইরেসপো) প্রকল্পের আওতায় শতাধিক কিশোরীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সভাপত্বি করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ আলম। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শরীফ রায়হান শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় প্রশিক্ষণ দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীন আহমেদ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. দেলোয়ার হোসেন প্রমুখ। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বিআরডিবির ইরেসপো প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের পাশাপাশি বক্স, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাতা, কলম দেওয়া হয়েছে।

Previous articleআজ ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস
Next articleমধ্যনগরে পৃথক দুটি অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ৬
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।