বিজয় দিবসের কথোপকথন
নুরুল হুদা পলাশ

মেয়ে: বাবা, আজ শহরে কেন এতো কোলাহল
আজ কেন সবখানে মানুষের ঢল ?
বাবা: আজ বিজয় দিবস আজ মুক্তির দিন
আজ তাই সবার মনে আনন্দ অন্তবিহীন।
মেয়ে: আজ তুমি কেন পড়েছো লাল পাঞ্জাবি
আমাদের পতাকার মাঝে কেন ঘন লাল?
বাবা: লাল হলো রক্তের রং, তারা শরীরের সবটুকু রক্ত
ঝরিয়ে দিয়ে আমাদের দিয়ে গেছে এই দেশ।
মেয়ে: আমাদের পতাকায় কেন এই গাঢ় সবুজ রং
আর মা কেন আজ পড়েছে সবুজ শাড়ি?
মা: চারিদিকে দেখো কত সবুজ আমাদের
এই সবুজের বুকেই তোমাদের পূর্ব পুরুষেরা
যুদ্ধ করে অকাতরে দিয়েছে তাদের প্রাণ।
মেয়ে: তাহলে আনন্দ কোথায় সবইতো বিষাদময়
তবে কেন আজকের দিনে এতো উল্লাস হয়?
বাবা: মারে লক্ষী মা আমার, এটাই নিয়ম জগতের,
অগ্রজেরা অনুজের তরে নিজেদের জীবন বিলায়
অনুজেরা নৃত্য করে বিজয়ের গান গায়।
মেয়ে: মা, আজ কেন তুমি এতো বেশি ম্রিয়মান
আজ কেন তোমার চোখ অশ্রুতে টলমল?
মা: আমাদের সব ভয় সংশয় তোদেরকে নিয়েই,
যাদের আত্মদানে আজ আনন্দের এতো আয়োজন
তাদেরকেই ভুলতে বসেছি আজ আমরা সবাই,
সর্বাগ্রে তাদের স্মরণ করাই বড় বেশি প্রয়োজন।

Previous articleশিল্পী মনজুরুল ইসলাম খানের একক গজল সন্ধ্যা
Next articleমহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে গরীব দুঃস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।