শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাবিজয় দিবসের কথোপকথন - নুরুল হুদা পলাশ

বিজয় দিবসের কথোপকথন – নুরুল হুদা পলাশ

বিজয় দিবসের কথোপকথন
নুরুল হুদা পলাশ

মেয়ে: বাবা, আজ শহরে কেন এতো কোলাহল
আজ কেন সবখানে মানুষের ঢল ?
বাবা: আজ বিজয় দিবস আজ মুক্তির দিন
আজ তাই সবার মনে আনন্দ অন্তবিহীন।
মেয়ে: আজ তুমি কেন পড়েছো লাল পাঞ্জাবি
আমাদের পতাকার মাঝে কেন ঘন লাল?
বাবা: লাল হলো রক্তের রং, তারা শরীরের সবটুকু রক্ত
ঝরিয়ে দিয়ে আমাদের দিয়ে গেছে এই দেশ।
মেয়ে: আমাদের পতাকায় কেন এই গাঢ় সবুজ রং
আর মা কেন আজ পড়েছে সবুজ শাড়ি?
মা: চারিদিকে দেখো কত সবুজ আমাদের
এই সবুজের বুকেই তোমাদের পূর্ব পুরুষেরা
যুদ্ধ করে অকাতরে দিয়েছে তাদের প্রাণ।
মেয়ে: তাহলে আনন্দ কোথায় সবইতো বিষাদময়
তবে কেন আজকের দিনে এতো উল্লাস হয়?
বাবা: মারে লক্ষী মা আমার, এটাই নিয়ম জগতের,
অগ্রজেরা অনুজের তরে নিজেদের জীবন বিলায়
অনুজেরা নৃত্য করে বিজয়ের গান গায়।
মেয়ে: মা, আজ কেন তুমি এতো বেশি ম্রিয়মান
আজ কেন তোমার চোখ অশ্রুতে টলমল?
মা: আমাদের সব ভয় সংশয় তোদেরকে নিয়েই,
যাদের আত্মদানে আজ আনন্দের এতো আয়োজন
তাদেরকেই ভুলতে বসেছি আজ আমরা সবাই,
সর্বাগ্রে তাদের স্মরণ করাই বড় বেশি প্রয়োজন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments