জয়নাল আবেদীন: মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে পুলিশ লাইন্স অডিটোরিয়াম, রংপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

দুপুরে পুলিশ সুপার প্রেকৌশলী মোঃ ফেরদৌস আলী চৌধুরী অভ্যাগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ তাঁদের যুদ্ধকালীন গৌরবোজ্জ্বল সোনালী অতীতের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু আশরাফ সিদ্দিকী সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয়ের আমন্ত্রণে উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন ।

Previous articleসুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
Next articleসুন্দরগঞ্জে ২ মাদক কারবারি গ্রেপ্তার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।