আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় বাজার অদূরে নয়া মসজিদের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ আনিছুর রহমান ওরফে মঞ্জু (৪০) ও সবুজ মিয়া (৪১) নামে ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা যায়, রবিবার দুপুরে সুন্দরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃত মাদক কারবারীদ্বয়কে আদালতে পাঠান। এরআগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান, এসআই আব্দুল মোত্তালেব প্রধান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারীদ্বয়কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আনিছুর রহমান ওরফে মঞ্জু পশ্চিম সোনারায় গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও সবুজ মিয়া পূর্ব সোনারায় গ্রামের কবীর হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় ডিবি পুলিশের এসআই আব্দুল মোতালেব প্রধান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডিবি ওসি মোখলেছুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Previous articleবীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে রংপুর জেলা পুলিশের সংবর্ধনা
Next articleরংপুর সিটি নির্বাচনে নৌকার পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।