জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে এবার মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রচারণার নবম দিনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি নৌকায় ভোট চেয়ে করেছেন পথসভা।

কেন্দ্রীয় নেতাদের দাবি, রংপুরবাসী প্র্রধানমন্ত্রীকে নৌকার মেয়র উপহার দেবেন। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এবং গতকাল সকাল পর্যন্ত নগরীর আরকে রোড টেক্সটাইল মোড়, পার্বতীপুর বাজার, বউবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

এ সময় গণসংযোগে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাখওয়াত হোসেন শফিক, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সহসভাপতি আবুল কাসেম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

রাতে এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের মতো রংপুরেও উন্নয়ন করেছেন, সেই ধারাবাহিকতায় রংপুর বিভাগ, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সবখাতেই উন্নয়ন করেছেন। শুধু রংপুর সিটি কর্পোরেশনে নৌকার প্রতিনিধি না থাকায় জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এবার সুযোগ এসেছে প্রধানমন্ত্রীকে রংপুর সিটি উপহার দিয়ে উন্নয়ন বুঝে নেওয়ার।

তিনি বলেন, কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে রংপুর নগরবাসী আর ভুল করবে না। গণসংযোগে অনেক সাড়া মিলেছে। মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটাররা মুখিয়ে আছেন। নগরবাসীর ভোটে এবার উন্নয়নের প্র্রতীক নৌকার জয় হবেই ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হলে রংপুরে আরও বেশি উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী রংপুরের দায়িত্ব নিয়েছেন বলেই উন্নয়নের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ডালিয়াকে মেয়র পদে দিয়েছেন। এখন রংপুরবাসীর দায়িত্ব প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা।

Previous articleসুন্দরগঞ্জে ২ মাদক কারবারি গ্রেপ্তার
Next articleসড়ক ধসে মৌলভীবাজার-কমলগঞ্জের যোগাযোগ বন্ধ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।