বাংলাদেশ প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী কুলাঘাট সড়কের গাবেরতল এলাকায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বালুবাহী ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ট্রাক্টরটির হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম শরিফুল ইসলাম (১৬)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার নুরজামাল হকের ছেলে।

নিহত শফিকুল ইসলামের চাচা উকিল মিয়া জানান,খড়িবাড়ী এলাকায় গ্রাহকের বাড়ীতে বালু দিয়ে খালি ট্রাক্টর নিয়ে ফেরার পথে ফুলবাড়ী- কুলাঘাট সড়কের গাবেরতল এলাকায় নাকরি (খরি) বহনকারী ভ্যানকে সাইড দেয়ার সময় ট্রাক্টরটির চালক সহিদুল ইসলাম আকষ্মিক ভাবে ব্রেক কষলে হেলপার শফিকুল ইসলাম ট্রাক্টর থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায় । এ সময় তার শরীরের বাম দিকের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমিন নাহার জানান হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি(তদন্ত) সারওয়ার পাভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Previous articleমায়ের সাথে কথা কাটাকাটি করে ফাঁস দিল মেয়ে
Next articleজয়পুরহাটে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।