রতন কুমার খাঁ: জয়পুরহাটে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে সঞ্জিত হোসেন আলিফ(১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের গুলশান মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত হোসেন আলিফ শহরের শান্তিনগর এলাকার আলামিন হোসেনের পুত্র। সে মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে বলে পরিবার সুত্রে জানা গেছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, শহরের গুলশান মোড় এলাকায় ভটভটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে সঞ্জিত হোসেন আলিফ নামে এক কলেজ ছাত্রের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

Previous articleফুলবাড়ীতে ট্রাক্টর চাপায় হেলপার নিহত
Next articleশেখ হাসিনা আবারো সভাপতি, তৃতীয়বারের মতো সম্পাদক কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।