আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ৬০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘন কুয়াশা থাকায় কিছু দেখা যাচ্ছিল না।ধারনা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই সময় পারাবারের করছিল। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল।

এ সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী বলেন, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন।

Previous articleনোয়াখালীতে আ.লীগের ৭ নেতাকে পদ থেকে অব্যাহতি
Next articleমুলাদীতে হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করলেন কর্মকর্তা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।