শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করলেন কর্মকর্তা

মুলাদীতে হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করলেন কর্মকর্তা

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে হাসপাতালের মধ্যে এই ঘটনা ঘটে। মাইটিভির মুলাদী উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম সংবাদ সংগ্রহে গেলে তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান হাসপাতলে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করেন।

রাকিবুল ইসলাম জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বেশিভাগ সময় বন্ধ থাকে। ৩ বছর ধরে ওই স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসক বসেন না। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক মো. সাইমুম মাহমুদ মিশাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ওই চিকিৎসক স্বাস্থ্য কেন্দ্রে না গিয়ে হাসপাতালে বসে রোগী দেখেন এবং দুপুর থেকেই ব্যক্তিগত চেম্বার করেন। এছাড়া মো. সাইমুম মাহমুদ মিশাদ হাসপাতালে মধ্যেই রোগীদের কাছ থেকে বাড়তি টাকা নেন বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে সেবা বঞ্চিত নাজিরপুর ইউনিয়নবাসীর কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন রাকিব। পরে সংশ্লিষ্ট চিকিৎসক সাইমুম মাহমুদ মিশাদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমানের বক্তব্য এবং তথ্য সংগ্রহ যান তিনি।

রাকিব আরও বলেন, সংবাদের তথ্য সংগ্রহের জন্য বেলা ১২টার দিকে ক্যামেরাম্যান নিয়ে হাসপাতালে যান। এসময় তিনি সাইমুম মাহমুদ মিশাদের বক্তব্য নেন এবং নেইমপ্লেটের ভিডিও ফুটেজ নেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমানের কাছে তথ্য সংগ্রহে গেলে সেখানে সাইমুম মাহমুদ মিশাদ এবং তার সহযোগীরাও হাজির হন। ভিডিও ফুটেজ নেওয়ায় তাঁরা স্বাস্থ্য কর্মকর্তার সামনেই রাকিব ও ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করে। ওই সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসপাতালে সংবাদকর্মীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।

এব্যাপারে মুলাদী প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন সুমন বলেন, হাসপাতালে তথ্য সংগ্রহে বাধা দেওয়া এবং সংবাদকর্মীদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টি দুঃখজনক। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। হাসপাতালের চিকিৎসক সাইমুম মাহমুদ মিশাদ বলেন, তিনি ছয় মাস ধরে মুলাদী হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন। নাজিরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকার বিষয়টি তিনি জানেন না। তবে আগামী জানুয়ারি থেকে সেখানে দায়িত্ব পালনের নির্দেশণা রয়েছে তাঁর।

উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান সাংবাদিক লাঞ্ছিত করা কিংবা হাসপাতালে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধের বিষয়টি অস্বীকার করে বলেন, রাকিবুল ইসলামের আচরণের প্রেক্ষিতে তাকে অনুমতি নিয়ে ভিডিও করতে বলা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments