মোঃশাহীন আলম: লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দইখাওয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের মিরু শেখের ছেলে আব্দুস সালাম, একই গ্রামের শামসুল হকের ছেলে আবুল হোসেন ও গোড়ল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার সরুজ আলীর ছেলে ওমর আলী। তারা তিনজনই জামায়াতের বিভিন্ন দায়িত্বে রয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, উপজেলার দইখাওয়া আদর্শ কলেজ গেট থেকে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি দইখাওয়া বাজারে ঢুকে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা চালান তারা। একপর্যায়ে তিন জামায়াত নেতাকে আটক করে পুলিশ।

Previous articleমুলাদীতে হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করলেন কর্মকর্তা
Next articleপিকনিকে গিয়ে পদ্মায় ডুবে প্রাণ হারালো ব্যাংক কর্মকর্তা দম্পত্তী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।