বাংলাদেশ প্রতিবেদক: জয়পুরহাটে শিপন মন্ডল নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব-৫) এর সদস্যরা।

বৃহস্পতিবার ভোর রাতে জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকা থেকে ২টি ওয়ান শুটারগান,৩ রাউন্ড গুলি, দেশীয় ২টি ধারালো হাঁসুয়া,২ টি চাপাতি, ৪টি চাকু সহ তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক অস্ত্র ব্যবসায়ী শিপন মন্ডল পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের মান্নান মন্ডলের ছেলে। কাম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান,আটককৃত অস্ত্র ব্যাবসায়ী শিপন মন্ডল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে ।এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান,গুলি দেশীয় অস্ত্র সহ তাকে আটক করা হয়। শিপন মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ ২০ টি মামলা রয়েছে।

Previous articleরাশিয়া-বাংলাদেশ ঐতিহাসিক বন্ধুত্ব প্রসঙ্গে
Next articleচাঁপাইনবাবগঞ্জে মূল্যবান কয়েন প্রতারক চক্রের মূলহোতাসহ আটক ৪
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।