সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহিষাকোলা গ্রামে বারো ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় পর পর একই মাঠে দুজনের নামাজে জানাযার পর একই মহিষাকোলা কবরস্থানে দুজনকে দাফন করা হয়েছে।

উপজেলার কয়ড়া ইউনিয়নের মহিষাকোলা গ্রামের প্রায় ৮৫ বছর বয়সী আমেনা খাতুন আজ বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। আর গতকাল বুধবার রাত সাতটার দিকে প্রায় শতবর্ষী মোসলেম উদ্দীন বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় গ্রামের মাদারাসা মাঠে প্রথমে স্বামী মোসলেম উদ্দীনের নামাজে জানাযার পর স্ত্রী আমেনা খাতুনের নামাজে জানাযার পর মহিষাকোলা গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে । এ দম্পতির দুইজন ছেলে ও মেয়ে সন্তান তিনজন বলে জানানো হয় ।

Previous articleসাংবাদিককে মূর্খ বলে ধমক দিয়ে থানা থেকে তাড়িয়ে দিলেন বোয়ালিয়া থানার ওসি
Next articleবিএনপির গণমিছিলের দিন আ’লীগ সতর্ক পাহারায় থাকবে: ওবায়দুল কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।