বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন ১০ ডিসেম্বরের মতোই আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেছেন, ২/১ দিনের মধ্যেই কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা হবে।

তিনি বলেন, ইভিএম হলেও আছি, না হলেও আছি। তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে সেটি আমরা মেনে নিব। আমরা চাই ইভিএমে নির্বাচন হোক।

মন্ত্রী জানান, রংপুর এরশাদ সাহেবের প্রভাবিত এলাকা। সেখানে আমাদের দলীয় প্রার্থী পিছিয়ে বলে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। তবে এই হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।

Previous articleউল্লাপাড়ায় স্বামীর মৃত্যুর ১২ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও
Next articleমুন্সীগঞ্জে জেরিন হত্যার বিচার চেয়ে হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।