শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকনকনে ঠান্ডায় চিলমারীতে জনজীবন বিপর্যস্ত

কনকনে ঠান্ডায় চিলমারীতে জনজীবন বিপর্যস্ত

বাংলাদেশ প্রতিবেদক: কনকনে ঠান্ডায় কুড়িগ্রামের চিলমারীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার অনেক এলাকায় গত তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। বিকেলে থেকে বাড়তে থাকে হিমেল হাওয়া। রাতে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারিদিক। বইতে থাকে হিমেল হাওয়া।

কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। অতিরিক্ত শীতে শ্রমজীবী মানুষ কাজে বের হতে না পাড়ায় অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছে তারা।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) তুহিন মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকালে অনেক বেলা পর্যন্ত রাস্তায় গাড়ীর হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ট্রাক ড্রাইভার রবিন চন্দ্র বলেন,মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। ফলে এসময় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়।এমনকি সকাল ১০টায় হেড লাইট জ্বালিয়ে গাড়ী চালাতে হচ্ছে। ফলে সড়কে ঘটছে অনাকাঙ্খিত দুর্ঘটনা। ঘন কুয়াশার কারনে সব সময় ভয়ে ভয়ে গাড়ী চালাতে হয়।

চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রুকুনুজ্জামান শাহীন বলেন, ঘন কুয়াশা ও কন কনে ঠান্ডায় সব ধরনের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে রাস্তায় যানবাহন তুলনামুলক কম। শীতের তীব্রতা বাড়ার কারণে সব থেকে বেশি বিপাকে পড়েছেন নদী তীরবর্তী অঞ্চলের শিশু ও বয়োবৃদ্ধরা। শীতে ঠান্ডাজনিত বিভিন্ন প্রকার অসুখের প্রভাবও বেড়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments