শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু

জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু

এস এম শফিকুল ইসলাম: দেশের সববৃহৎ জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। চিনি শিল্প করপোরেশনে পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ আনুষ্ঠানিকভাবে এ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।

এটি জয়পুরহাট চিনিকলের জয়পুরহাট চিনিকলের ৬০ তম আখ মাড়াই মৌসুম। এর আগে চিনিকল চত্ত¡রে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) ও সরকারের যুগ্ম সচিব খোন্দকার আজিম আহমেদ, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারসহ শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে এক হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আখ সঙ্কট রয়েছে।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের মতো এবারও মিল গেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৪৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৪৪০ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments