রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলা'মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার'

‘মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার’

এস এম শফিকুল ইসলাম: করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। মহামারি নিয়ন্ত্রণে এসেছে, তাই আজ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানের মত জয়পুরহাটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।

রবিবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী । নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হকের সভাপতিত্বে বই উৎসবের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উদাহরণ তৈরি করতে পেরেছে সরকার । বিশ্বের অন্য কোনও দেশে একযোগে বছরের প্রথম দিনেই একসঙ্গে এত বই বিতরণ করতে পারেনি।

তিনি আরও জানান, একমাত্র শিক্ষাই পারে একটা দেশের পরিবর্তন করতে, দেশের ভাগ্য পরিবর্তন করতে। তাই মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তার এই সুফল আজকের বিনামূল্যে বই বিতরণ উৎসব।

ডলার ও সংকট দাম ঊর্ধ্বমুখী, ছাপা সরঞ্জামের বাড়তি মূল্য লোডশেডিং, গ্যাস সংকটের কারণে বই উৎসব নিয়ে অনিশ্চয়তার বিষয়টি আলোচনায় আসে। তবে এসব পাশ কাটিয়ে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্যবই। জেলার সকল উপজেলায় বই পৌঁছে গেছে। পৌঁছে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করা হচ্ছে বিতরণ।
সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে।

এনসিটিবির সূত্র বলছে, এবার প্রাথমিকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকে ২৩ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই ছাপানো হচ্ছে। এ বছর জয়পুরহাট জেলায় ৬শ ১২টি বিদ্যালয়ে ৪ লাখ ১১হাজারটি বই চাহিদার বিপরীতে ১ লাখ ৬৮ হাজার ৯৫৩টি বই ৮৫ হাজার ২শ ৬২ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হচ্ছে। ১শ৫৬টি মাধ্যমিক, ১শ১৭টি মাদরাসা ও ২৩ টি কারিগরি বিদ্যালয়ে ১ কোটি ৪ম৩৩ লাখ ৪শ ২২টি বই চাহিদার বিপরীতে ৭৪ লাখ ৫শ ৩৫টি বই ১লাখ ১৫হাজার ৭শ ৩২জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments