মোঃ জালাল উদ্দিন: তাপমাত্রা বেড়ে যাওয়ায় মৌলভীবাজারের শীত ও কুয়াশার তীব্রতা অনেকটা কমেছে। ভোরেই দেখা মিলছে সূর্যের, আবার কখনো কখনো মেঘলা আকাশে ঢাকা পড়ছে রোদ। এভাবে জেলার আকাশে রোদ-মেঘের লুকোচুরি দেখা যায়।
রবিবার ১৫ জানুয়ারি ২০২৩ ইং, ভোর ৬টার সময় শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এর আগে শনিবার ১৪ জানুয়ারি ইং, ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শ্রমজীবীরা জানান, গত কয়েকদিনের তুলনায় মৌলভীবাজারে শীতের তীব্রতা কমে গেছে। ভোরে সূর্য ওঠায় কুয়াশাও তেমন একটা পড়ছে না।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, ভোরে সূর্যের দেখা মেলে। তবে কোনো কোনো সময় আকাশ মেঘলা হয়ে উঠলে সূর্যের আলো কমে যায়। রবিবার ১৫ জানুয়ারি ২০২৩ ইং, ভোর ৬টার সময় শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তিনি আরো বলেন, তবে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান।