শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইল হাসপাতালে নারীসহ ৬ দালালের কারাদণ্ড

টাঙ্গাইল হাসপাতালে নারীসহ ৬ দালালের কারাদণ্ড

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযান চালিয়ে নারীসহ দালাল চক্রের ৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোছনা খান (৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া (৩৪), চরপাতুলী গ্রামের আ. হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া (৩৪), সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ (৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়া ছেলে মো. ইয়ামিন মিয়া (৩৬)।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ) খায়রুল ইসলাম ও মো. আবুবকর সরকারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে জোছনা খানকে ১৫ দিন, মিজানুর রহমানকে ৩ মাসসহ বাকি ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাদেরকে ওই দণ্ড দেওয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments