সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রয়াত আওয়ামী লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জেয়ারত এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে ।
সকাল সাড়ে দশটায় শহরে নেতা কর্মীদের অংশগ্রহণে শোক র্যালী এবং মরহুমের কবর জেয়ারত ও পুম্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , আব্দুল বাতেন হিরু , বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী , হাফিজুর রহমান হাফিজ , মীর আরিফুল ইসলাম উজ্জল , মনিরুজ্জামান পান্না , আরিফ বিন হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন । এছাড়া বাদ যোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়েছে ।