জয়নাল আবেদীন: রংপুরের বর্ষীয়ান আওয়ামী রাজনীতিবিদ সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো: ইলিয়াছ আহমেদ আর নেই। রোববার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন ) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর । তিনি স্ত্রী ২ ছেলে সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন । এদিকে তাঁর মৃত্যুর খবর গোটা নগরীতে দ্রুত ছড়িয়ে পড়লে শতশত দলীয় ভক্ত অনুরাগীরা হাসপাতালে ভিড় করেন।
প্রয়াত ইলিয়াছ আহমেদ রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ভিপি রংপুর সরকারি কলেজ ছাত্র সংসদ, ১৯৭১ সালে রংপুরে ২৩ মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ছিলেন। ইলিয়াছ আহমেদের নামাজে জানাজা সকাল ১১টায় তাঁর কর্মএলাকা রংপুর জজকোর্ট চত্তরে অনুষ্ঠিত হয় এরপর দ্বিতীয় জানাজা নগরির বেতপট্টিস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এবং নগরির শালবন মিস্ত্রিপাড়া কৈলাশ রঞ্জন ঈদগা মাঠে তৃতীয় জানাজা শেষে পাশেই কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় । এর আগে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ডঅব অনার প্রদান করা হয় ।
এদিকে প্রিয় নেতা জনপ্রিয় ব্যক্তির মৃত্যুতে গোটা নগরিতে শোকের ছায়া নেমে আসে। জানাজার আগে শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়ে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোযুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ ।
এছাড়াও শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়েছেন নবনির্বাচিত রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক জেলা কমান্ডার ও রংপুর জিলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু,সাবেক কমান্ডার মো: মঞ্জুরুল ইসলাম, ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা: দোলোয়ার হোসেন যুগ্ম আহবায়ক আবুল কাসেম,রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী রংপুর চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু. মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, রংপুর পৌসভার সাবেক চেয়ারম্যান ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী মোহাম্মদ জুননুন , রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক এএসএম রওশানুল কাওছার সংগ্রাম, জাসদ নেতা সাখাওয়াত হোসেন রাঙা ।