শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাউত্তরাঞ্চলের প্রাচীনতম বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এখন ৩০ জেলায়

উত্তরাঞ্চলের প্রাচীনতম বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এখন ৩০ জেলায়

জয়নাল আবেদীন: আরডিআরএস বাংলাদেশ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা । দেশের উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর এবং দিনাজপুর জেলা দিয়ে এই সংস্থার কার্যক্রম শুরু করলেও বর্তমানে এর কার্যক্রম গোটা দেশেই ছড়িয়েছে ।১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধবিধ্বস্ত বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলে ত্রাণ সহায়তা দান ও ভেঙেপড়া অবকাঠামো, রাস্তাঘাট-স্কুল-কলেজ-মাদ্রাসা-হাটবাজার ইত্যাদি পুনর্নির্মাণের কাজের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে আরডিআরএস (রংপুর-দিনাজপুর রিহ্যাবিলিটেশন সার্ভিসেস) নামের সংস্থাটি। জেনেভাভিত্তিক আন্তর্জাতিক দাতাসংস্থা লুথেরান ওয়ার্ল্ড ফেডারেশনের (এলডাব্লিউএফ) কান্ট্রি প্রোগ্রাম হিসেবে ড. ওলাভ হুডনি কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থাটি ১৯৯৭ সালের জুন মাসে ট্রাস্ট অ্যাক্টে নিবন্ধিত হয়ে বাংলাদেশী বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে পরিচালিত এই সংস্থার বহুমুখী উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে সচেতনতা সৃষ্টি, কৃষি-স্বাস্থ্য-শিক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বৃক্ষরোপণ, গণমানুষের সংগঠন, নারী-শিশু ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা, ক্ষুদ্রঋণ সহায়তা এবং কমিউনিটি রেডিও কার্যক্রম অন্যতম।

আরডিআরএস মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে । রংপুর দিনাজপুর অঞ্চল অতিক্রম করে বর্তমানে রংপুর বিভাগের সবগুলো জেলাসহ এ সংস্থার কার্যক্রম দেশের ৩০টি জেলায় সস্প্রসারিত হয়েছে।সংস্থার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান প্রসঙ্গে আরডিআরএস বাংলাদেশ নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার জানিয়েছেন তাঁদের কর্মএলাকার প্রতিটি অফিসে কেককাটা আলোচনাসভা স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হচ্ছে। ঢাকা এবং রংপুর অফিসেও নানা অনুষ্ঠানের মাধ্যমে ৮ ফেব্রুয়ারি দিনটি স্মরণ করা হবে।

কৃষি ও পরিবেশ উন্নয়নে কৃষি কার্যক্রম: কৃষিপ্রধান বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবন-জিবিকা কৃষিনির্ভর। এই বিবেচনায় আরডিআরএস বাংলাদেশ ১৯৭৬ সালে কৃষি কার্যক্রম শুরু করে। এ কর্মসূচির মূল লক্ষ্য কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি। আরডিআরএস শুরুতে কৃষিপ্রযুক্তি সম্প্রসারণে সরাসরি কৃষকের সাথে কাজ করে। অধিকসংখ্যক কৃষকের কাছে নতুন প্রযুক্তি পৌঁছাতে ১৯৮০ সালে দলীয় এবং সমবায়ভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে ২০০৪ সালে আরডিআরএস কৃষক মাঠ স্কুল (এফএফএস) গঠন করে। এফএফএস স্থানীয় সহযোগী সংস্থা (পিএনজিও) ও ইউনিয়ন ফেডারেশনের মাধ্যমে পরিচালিত হয়। এফএফএসকে আরো গতিশীল করতে ২০১২ সালে ফেডারেশন পর্যায়ে কৃষকফোরাম গঠন করা হয়। কৃষক মাঠ স্কুলের মাধ্যমে নারী ও পুরুষ কৃষক দলনেতা তৈরি, স্টাডি প্লটের মাধ্যমে নতুন কৃষি প্রযুক্তির উপযোগিতা যাচাই এবং সম্প্রসারণে কাজ করা হয়। বর্তমানে ইউনিয়ন ফেডারেশনে কৃষিকেন্দ্র স্থাপন করে কৃষি উদ্যোক্তার মাধ্যমে কৃষককে কৃষি বিষয়ে পরামর্শ ও প্রযুক্তি, কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদিত পণ্যের বিপণন এবং কৃষি যন্ত্রপাতির সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি, কৃষিসংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত ও প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কৃষি সম্প্রসারণের কাজ করা হচ্ছে। ফসল, মৎস্য, প্রাণিসম্পদ, বনায়ন, সেচ ইত্যাদি ক্ষেত্রে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও, উত্তরাঞ্চলের শস্যকে বহুমুখী করতে আশির দশক থেকেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্পের মাধ্যমে নতুন জাতের শস্য উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করা এবং বীজ, প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। শস্য বহুমুখীকরণের পাশাপাশি ধানভিত্তিক শস্যবিন্যাস উদ্ভাবনের মাধ্যমে শস্য নিবিড়তা বাড়াতে আরডিআরএস ২০০৩ সাল থেকে গবেষণা শুরু করে। পরবর্তীতে উত্তরাঞ্চলের উঁচু ও মাঝারি উঁচু জমির জন্য স্বল্পমেয়াদি আমন ধানভিত্তিক তিন ফসলি এবং চার ফসলি শস্যবিন্যাস উদ্ভাবন করে। ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মঙ্গা নিরসনে এই শস্যবিন্যাস ব্যাপক ভূমিকা রাখে। আরডিআরএস দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি উন্নয়নে শাক-সবজি চাষে গুরুত্ব দিয়ে নতুন নতুন জাতের বীজ ও প্রযুক্তি সরবরাহ করেছে। এছাড়াও নব্বই দশকের শেষের দিকে ওহঃবমৎধঃবফ ঐড়সবংঃবধফ ঋধৎসরহম (ওঐঋ) বা ‘বসতভিটায় সমন্বিত চাষ পদ্ধতি’ উদ্ভাবন করে। এই পদ্ধতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জীবিকা ও পুষ্টি উন্নয়ন মডেল হিসেবে স্বীকৃতি পায়। সেই ধারাবাহিকতায় আরডিআরএস ঋধৎসরহম-২০০২ অর্জন করে। বর্তমানে মানুষের পুষ্টির মান উন্নয়নে পুষ্টি

সংবেদনশীল কৃষি এবং জিংক ধান চাষ সম্প্রসারণে কাজ করছে। মাছ চাষ সম্প্রসারণে চাষীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং হ্যাচারি স্থাপন করে মাছের পোনা সরবরাহ করছে। এছাড়া মাছের উৎপাদন বাড়াতে বহু পুকুর খনন এবং সমন্বিত চাষ ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন করেছে। প্রাণিসম্পদ উন্নয়নে আরডিআরএস অংশীদারিত্বমূলক প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (চধৎঃরপরঢ়ধঃড়ৎু খরাবংঃড়পশ উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ) বাস্তবায়ন করে। ফলে উত্তরাঞ্চলে প্রাণিসম্পদের জাত ও ব্যবস্থাপনার উন্নয়ন হয়। এছাড়া স্থানীয় পর্যায়ে পশু ও হাঁস-মুরগির চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে পশুপুষ্টি উৎপাদন ও এলএসপি বা প্যারাভেট তৈরি করে কৃষকের মাঝে সরবরাহ করা হয়।প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উত্তরাঞ্চলের পরিবেশ ভারসাম্যপূর্ণ নয়। প্রতিবছর এখানে বন্যা, খরা, নদীভাঙন ও শৈত্যপ্রবাহ আঘাত হানে। এ অঞ্চলে রয়েছে ৫ শতাধিক চর, যা প্রতিবছর বন্যায় প্লাবিত হয়। আরডিআরএস এ অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে কাজ করে চলেছে। এছাড়া ১৯৯০ সালে চর উন্নয়ন কর্মসূচি (সিডিপি) এবং পরবর্তীতে চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি)র মাধ্যমে চরের মানুষের জীবন-জিবিকা উন্নয়নে ব্যাপক কাজ করেছে। উত্তরাঞ্চলে প্রতিবছরের বন্যায় আরডিআরএস মানুষের পাশে থেকে সাহায্য করে থাকে। বন্যা ব্যবস্থাপনা উন্নয়নে কমিউনিটির ঝুঁকি নিরূপণ ও স্বেচ্ছাসেবী গঠন, সচেতনতা সৃষ্টি, আগাম সতর্কবার্তা প্রদান ও বসতভিটা উঁচুকরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, বন্যাসহনশীল চাষ পদ্ধতি এবং প্রতিকূল জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কাজ করা হচ্ছে। আরডিআরএস এর দুর্যোগ ও জলবায়ু বিষয়ক কার্যক্রমগুলো দেশ-বিদেশে ভালো কাজ (এড়ড়ফ চৎধপঃরপবং) হিসেবে স্বীকৃতি এবং পুরস্কার অর্জন করেছে। পরিবেশ উন্নয়নে আরডিআরএস ১৯৭৭ সাল থেকে বনায়ন কার্যক্রম শুরু করে এবং পরবর্তীতে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করে। এই কর্মসূচির আওতায় আরডিআরএস উত্তরাঞ্চলকে সবুজ (এৎববহরহম ঃযব ঘড়ৎঃয) করতে রাস্তা, পতিত জমি, স্কুলমাঠ, বসতভিটা এবং ফেডারেশন চত্বরে বিভিন্ন সময়ে মোট প্রায় ৮০ লাখ গাছের চারা লাগিয়েছে। ত্রিপাক্ষিক চুক্তি (ইউনিয়ন পরিষদ/রাস্তার মালিক, ইউনিয়ন ফেডারেশন এবং আরডিআরএস) ও নারী কেয়ারটেকার প্রবর্তনের মাধ্যমে রাস্তায় গাছ লাগিয়ে সফলতা অর্জন করে। এ সাফল্যের জন্য আরডিআরএস ১৯৯২ সালে ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদক’ এবং ১৯৯৫ সালে ‘প্রধানমন্ত্রীর রৌপ্যপদক’ লাভ করে।

আরডিআরএস বাংলাদেশ মানসম্মত শিক্ষায় ভুমিকা রেখে চলেছে সরকারের পাশাপাশি আরডিআরএস বাংলাদেশ মানসম্মত শিক্ষায় ভুমিকা রেখে চলেছে । সংস্থাটি প্রত্যন্ত ও দুর্গম এলাকার কমিউনিটিতে বঞ্চিত অংশের মানুষের মধ্যে স্কুলে পড়ালেখার সুযোগ সৃষ্টি করা একটি দীর্ঘ ও কঠিনতম কাজ ছিলো। কিন্তু আরডিআরএস পরিচালিত আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছে। সবচেয়ে দরিদ্র পরিবারের সন্তানেরা তাদের পিতা-মাতার স্বপ্নের বাইরে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে। আরডিআরএস-এর মাধ্যমে শিক্ষার সুযোগ পাওয়া প্রথম প্রজন্ম বর্তমানে নিজেরাই অভিভাবক। শিক্ষা প্রসারে আরডিআরএস তাদের সাথে কাজ করছে। এখন তারা তাদের বাচ্চাদের স্কুল পরিচালনায়, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক এবং প্রাক-প্রাথমিক পর্যায়ে জড়িত হতে উৎসাহিত করছে। শৈশব থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার চাহিদাগুলোকে পূরণ করতে আরডিআরএস সবসময়ই একটি সামগ্রিক পদ্ধতি অনুসরণ করে। দেশব্যাপী শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক পরিবর্তন আনার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতার জন্য সরকার ও দাতাসংস্থার সাথে আরডিআরএস-এর একটি অংশীদারিত্ব রয়েছে।আরডিআরএস ১৯৭৪ সালে কমিউনিটির সরাসরি অংশগ্রহণে স্কুল নির্মাণ কাজ শুরু করে। এসময় আরডিআরএস নির্মাণ সামগ্রী সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তা করে, আর স্থানীয় জনগণ শ্রম দিয়ে স্কুল ঘর নির্মাণ করে। ১৯৭৫ সালে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৯টি স্কুল সরাসরি নির্মাণ/মেরামত করে। পাশাপাশি, আরো ৮০টি স্কুলে নির্মাণ সামগ্রী সরবরাহ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়। এসব কাজ ১৯৭৬ সাল পর্যন্ত অব্যাহত ছিলো। সেসময় সরকার স্কুলের জমি দেয়; আর স্থানীয় জনগণ দেন ইট-কাঠ-বালু (যা মোট নির্মাণ ব্যয়ের ৩০-৩৫ শতাংশ)। এভাবে ৮৬টি স্কুল ও ২টি কলেজ নির্মাণ করা হয়। পাশাপাশি, মেরামত ও সম্প্রসারণ করা হয় ২৬টি পুরাতন স্কুল ভবন। শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয় ৮০ দশকের শেষের দিকে। সরকারি স্কুল বিল্ডিং নির্মাণ কর্মসূচিতে আরডিআরএস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কার্যক্রম শুরু হয় মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ নির্মাণের মধ্য দিয়ে। স্থানীয় উপকরণ ব্যবহার করে আরো স্কুলগুলোতে উন্নত ও উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য ইউনেস্কো কর্তৃক তৈরি নক্শার কিছুটা পরিবর্তন করা হয়। আরডিআরএস ১৯৯৪ সালের মধ্যে প্রায় ১ হাজরটি প্রাইমারি ও মাধ্যমিক স্কুল এবং কলেজ নির্মাণ ও মেরামত করে। কম খরচে, মানসম্মত স্কুল বিল্ডিং নির্মাণের এই মডেল, শিক্ষা কার্যক্রমে আরডিআরএসকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দেয়।আরডিআরএস ১৯৭৯-১৯৮০র মধ্যে আরো ৪০টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে সরকারের কাছে

হস্তান্তরের জন্য শিক্ষা অধিদপ্তরের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ১৯৭৯র শেষদিকে ৩৫টি স্কুল ভবন সরকারের কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে ছিলো প্রাথমিক বিদ্যালয় ১৭টি, জুনিয়র বিদ্যালয় ১০টি ও উচ্চ বিদ্যালয় ৮টি। ১৯৮০ সালে বৃহত্তর রংপুর-দিনাজপুর জেলায় অর্ধেক-অর্ধেক খরচে (৫০% কস্ট শেয়ারিং) আরো ২০টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিশুদের শিক্ষা কেন্দ্রগুলোকে (সিইসি) সহায়তা করার মধ্য দিয়ে আরডিআরএস মানসম্মত শিক্ষা কার্যক্রম শুরু করে ১৯৭৯ সালে। সেসময় সদস্যদের শিশুদের জন্য শিক্ষাকেন্দ্রগুলো তৈরি করা হয়েছিলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদলে। এসব বিদ্যালয় আরডিআরএস-এর প্রাথমিক দল দ্বারা অর্থায়ন ও পরিচালনা করা হতো। এর মধ্যে ১৪টি ১৯৯৬ পর্যন্ত পরিচালিত হয়। বর্তমানে এর অধিকাংশই সরকারিভাবে নিবন্ধিত হয়ে সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে।১৯৭৬ সালে কুড়িগ্রাম জেলায় কমিউনিটি মোটিভেশনাল ফাংশনাল এডুকেশন প্রোগ্রামের (ঈগঋঊ) মাধ্যমে কার্যকরী শিক্ষা কর্মসুচি চালু করা হয়। এটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের (সেবিকা ও সেবক) দ্বারা পরিচালিত একটি ৬-৯ মাসের কোর্স ছিলো। এই কোর্সে স্বাক্ষরতা, সাহিত্য, সংখ্যাগত শিক্ষা, দল ব্যবস্থাপনা, স্বাস্থ্য শিক্ষা বিষয়ে পরামর্শ, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং কৃষি বিষয়ে শেখানো হতো। পাওলো ফেরির তত্ত্ব অনুযায়ী পরিচালিত এই সামাজিক স্বাক্ষরতা কোর্স ১৯৯০ সাল পর্যন্ত চালু ছিলো। আরডিআরএস ১৯৭৭ সালে স্থানীয়ভাবে গঠিত যুব দলগুলোকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ শুরু করে। তাদের সবাইকে একই ধরনের প্রশিক্ষণ দেয়; যাতে তারা সমাজে প্রেরণামূলক কাজ করতে অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারে। আরডিআরএস-এর কর্মীরা ঘরে ঘরে গিয়ে স্বাক্ষরতা ও পরিবার পরিকল্পনা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ইত্যাদি বিষয়ে জ্ঞান দিতেন। পানীয় জল বিশুদ্ধ রাখার নিয়ম এবং বসতবাড়িতে সবজি বাগান গড়ে তোলা সম্পর্কেও সম্যক ধারণা দিতেন। আরডিআরএস বাংলাদেশ শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা, প্রাপ্তবয়স্ক সুবিধাভোগীদের আনুষ্ঠানিক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের বিষয়টি এর কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে। সংস্থার কর্মএলাকা জুড়ে শিশুদের শিক্ষায় প্রবেশগামিতা বাড়াতে, শিক্ষার মান উন্নয়নে ও সকলের সযোগ সৃষ্টি করতে বছরের পর বছর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে।বর্তমানে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য বাস্তবায়িত হচ্ছে শিক্ষা কার্যক্রমগুলো – উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় ‘আউট অব স্কুল চিলড্রেন’ এবং ‘সেকেন্ড চান্স এডুকেশন’ প্রকল্প’; ইভ্যানজেলিক্যাল লুথেরান চার্চ ইন আমেরিকা (ইএলসিএ)-ও সহায়তায় ‘প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র’ প্রকল্প; এবং স্ট্রমি ফাউন্ডেশনের সহায়তায় চলছে আদিবাসি শিশুদের জন্য “সোশিও ইকোনমিক ইম্পাওয়ামেন্ট উয়িদ ডিগনিটি অ্যান্ড সাস্টেইনেবিলিঅটি (সীডস)” প্রকল্প।

আরডিআরএস বাংলাদেশ আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে আরডিআরএস আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে । দেশের উত্তরাঞ্চলের সুবিধা বঞ্চিত পশ্চাৎপদ ও প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান,স্যানিটেশন এবং বাসস্থান সমস্যার উন্নয়নে কাজ করছে । আর এই অঞ্চলের আদিবাসীর অধিকাংশ পরিবারগুলো ভুমিহীন,দিনমজুর এবং কৃষি শ্রমিক। এরা অন্যের বাড়িতে কাজ করে আবার কেউ অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে । আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে দাতা সংস্থা ষ্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২০০১সাল থেকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসুচি বাস্তবায়ন করে আসছে । আরডিআরএস বাংলাদেশ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত জনগণকে আর্থ-সামাজিকভাবে ক্ষমতায়িত করার জন্য নরওয়ে ভিত্তিক দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় রংপুর জেলার ৩ টি উপজেলায় ২০১৯ সালের ১ জানুয়ারী থেকে সোসিও ইকনোমিক এমপাওয়ারমেন্ট উইদ ডিগনিটি এ্যান্ড সাসটেন্যাবিলিটি প্রকল্প ( সীডস ) নামে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এর মুল লক্ষ্য ২০২৩ ডিসেম্বর মেয়াদ শেষে ৩হাজার প্রান্তিক পরিবার আর্থ-সামাজিকভাবে উন্নত জীবন উপভোগ করবে। শতকরা ৭০ ভাগ জনসংগঠন প্রাতিষ্ঠানিক রুপ লাভ করে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায় করবে। শতকরা ৮০ ভাগ লক্ষিত পরিবারের জীবিকায়ন টেক্সই ও উন্নত হবে। দূর্দশাগ্রস্থ ও প্রান্তিক স্কুল উপযোগী ৬হাজার ৮শ ৮৫জন ছেলেমেয়ে গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ পাবে। প্রান্তিক জনগোষ্ঠীর ২হাজার কিশোরী তাদের অধিকার সুরক্ষা করার ব্যাপারে আর্থিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত হবে। প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের ৮শ৫৭ যুবক-যুবতী তাদের উপযোগী কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণে দক্ষ্য হবে। সীডস্ প্রকল্পের থিমেটিক গোল হচ্ছে ৩টি এক শক্তিশালী জনসংগঠন গড়ে তোলা। দুই, গুণগত সমন্বিত শিক্ষা নিশ্চিত করা এবং তিন জীবিকায়ন ও কর্মের সুযোগ সৃষ্টি করা। এই ৩ টি থিমেটিক গোলকে

সামনে রেখে কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্প এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য জনসংগঠন প্রতিষ্ঠা ও শক্তিশালী করা। এর কার্যক্রমসমূহ প্রকল্পের লক্ষিত পরিবারগুলোর জীবিকানির্বাহের উপায় টেক ্সই ও উন্নত করা। দূর্দশাগ্রস্থ ও প্রান্তিক পরিবারের স্কুলগমোন উপযোগী ছেলেমেয়েদের গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ করে দেওয়া। প্রান্তিক জনগোষ্ঠীর কিশোরীদের অতি প্রান্তিক জনগোষ্ঠীর কিশোরীদের অধিকার সুরক্ষা করার ব্যাপারে আর্থিক ও সামাজিকভাবে ক্ষমতায়িত করা। প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের যুবক-যুবতীদের উপযোগী কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের উন্নয়নে সরকারি সেবা পেতে সহায়তা করা। দূর্নীতি প্রতিরোধ ও শিশু সুরক্ষা নীতিমালা প্রতিপালন করা। প্রকল্পের রংপুর জেলার বদরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ এই ৩ টি উপজেলার ১২টি ইউনিয়ন। এর মধ্যে বদরগঞ্জ উপজেলার র্পৌ এলাকা, গোপিনাথপুর, রামনাথপুর ও লোহানীপাড়া মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর, রানীপুকুর, বড় হযরৎপুর ও মির্জাপুর এবং পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী, শানেরহাট, চৈত্রকোল ও চতরা ইউনিয়ননে ১ জানুয়ারী ২০১৯থেকে কার্যক্রম শুরু হয়ে চলতি ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে তা শেষ হবে । এখানে উল্লেখ করা প্রয়োজন যে আরডিআরএস‘র কাজের সাথে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৪৯হাজার ৯শ২৪জন শিশু কিশোর কিশোরী ,যুবক ও বয়স্কনারী –পুরুষ উপকারভোগী হিসেবে অর্ন্তভুক্ত রয়েছে ।এদিকে সংস্থার উন্নয়ন কার্যক্রমের ফলে উত্তরাঞ্চলের দরিদ্র প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ক্ষেত্রে অর্জিত ফলাফলে জানা যায় বন্ধকী জমি মুক্তকরণের জন্য ৯শ আদিবাসীকে স্বল্পসুদে এবং সহজশর্তে কোটি ২২লাখ ৬হাজার ২শটাকা ঋণ প্রদানের মাধ্যমে ১২৬দশমিক ৩৩ একর বন্ধকী জমি মুক্ত করতে পেরেছে ।৮৭ভাগ আদিবাসী পরিবারের পারিবারিক সম্পদ দ্বিগুন হয়েছে ।শতকরা ৭৩ভাগ পরিবারে দারিদ্রতা কমেছে।১১০টি বয়স্ক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ২হাজার ২শজন আদিবাসী নিরক্ষর ব্যাক্তি স্বাক্ষরতা ঞ্জান অর্জন করেছে ।বর্তমানে আরডিআরএস কর্মএলাকায় ৯২ভাগ আদিবাসী পরিবার খাদ্যে নিরাপত্তা অর্জন করেছে । তারা প্রতিদিন ৩ বেলা খেতে পারে এবং ৮২ ভাগ আদিবাসী পরিবার নিয়মিত আয় করছে। এদিকে ৬ ফেব্রুয়ারি সোমবার রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বড়পাড়া সংলাপ ফোরামের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আসেন এরিক লুনডি, সেক্রেটারি জেনারেল –ষ্ট্রমী ফাউন্ডেশন,নরওয়ে। তাঁদের সাথে আরো ছিলেন ষ্ট্রমী ফাউন্ডেশন এশিয়া রী’জনের রি’জিন্যাল ডিরেক্টর-দার্শনি ক্রুজ ও ষ্ট্রাট্যাজিক রি’জিন্যাল প্রোগ্রাম ম্যানেজার রাভি শংকর রাজা রাতনাম, মিজানুর রহমান ভূইয়া কান্ট্রি কোর্ডিনেটর ষ্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ ও চন্দন কুমার সরকার সিনিয়র কোর্ডিনেটর ইকনোমিক ইনক্লুশন। কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার।সংলাপ ফোরাম পরিদর্শন করার পর সংলাপ ফোরাম এডভাইজারি কমিটি, আতœনির্ভরশীল দল, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন ফেডারেশন কমিটি, ক্রস-কাটিং ইস্যু কমিটি ও টিভেট গ্র্যাজুয়েট সদস্য এবং প্রাক-প্রাথমিক ও চাইল্ড ক্লাব শিক্ষার্থীদের ষ্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন সেই সঙ্গে সদস্যদের বাস্তব জীবনে কি ধরনের পরিবর্তন হয়েছে সে বিষয়ে জানতে চান। এসময় তাঁদের বক্তব্য শুনে পরিদর্শন টিমের সবাই সন্তোষ প্রকাশ করেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments