গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বস্তাভর্তি বাস চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশের পুকুরে চাউলের বস্তা থেকে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে বস্তাভর্তি একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তার সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহর নেতৃত্বে প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত মো. মোস্তাফার লাশের পরিচয় শনাক্ত করা হয়। পরে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়।

পুলিশের ধারণা গত ৪-৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জ।

আরও পড়ুন  নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৪
Previous articleনোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭০ হাজার টাকা অর্থদণ্ড
Next article৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা মমিনুল গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।