শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাশিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে: আ.স.ম ফিরোজ

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে: আ.স.ম ফিরোজ

অতুল পাল: জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ বলেছেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শিক্ষাকে যুগোপযোগী এবং সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে। একই সাথে শিক্ষকদের মানোউন্নয়নে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বাজেটে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। বিএনপি সরকারের আমলে উচ্চ শিক্ষায় সেসন জটে শিক্ষার্থীদের জীবন ধংস হয়ে যেত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন কোন সেসন জট নেই।

আ.স.ম. ফিরোজ আরো বলেন, কোনভাবেই যেন শিক্ষার্থীরা সন্ধ্যার পর ঘরের বাহিরে গিয়ে কোন ধরণের বাজে কাজের সাথে সম্পৃক্ত হতে না পারে সেজন্য অভিভাবকদের সজাগ থাকতে হবে। ছেলে মেয়েদের হাতে মোবাইল দেয়ার আগে বারবার ভাবুন। আজ শনিবার বাউফলের কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসম কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, কালাইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস.এম ফয়সাল আহমেদ মনির মোল্লা, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক কবিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments