শনিবার, মে ৪, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে বাসদের মানববন্ধন

শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে বাসদের মানববন্ধন

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, উপজেলা শাখা’র উদ্যোগে পৌর এলাকার মনিরামপুর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পাবনা জেলার কাশিনাথপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর হয়ে উল্লাপাড়া পর্যন্ত রেললাইন স্থাপনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বাসদের সভাপতি এড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কবীর আজমল বিপুল, সাধারন সম্পাদক আতাউর রহমান পিন্টু, আব্দুল আলিম, ছাত্র ফন্ট নেতা ছানোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, তাঁত শিল্প ও গো-সম্পদ সমৃদ্ধ শাহজাদপুরে একটি ঐতিহ্যবাহী উপজেলা।

এখানে সপ্তাহে দুইদিন উত্তরবঙ্গের সর্ববৃহৎ কাপড়ের হাট বসে। এছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাঘাবাড়ি নৌ-বন্দর, বাঘাবাড়ি মিল্কভিটা, বাঘাবাড়ি অয়েল ডিপো, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য গুদামসহ বিভিন্ন স্থাপনা থাকা সত্তেও শাহজাদপুরে কোন রেললাইন নেই। বক্তারা এলাকার ব্যবসা-বাণিজ্যর উন্নতি ও মালামাল পরিবহনের স্বার্থে অবিলম্বে শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবি জানান। মানববন্ধনে দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments