মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাভাষাসৈনিক পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত

ভাষাসৈনিক পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রতিবেদক : ভাষাসৈনিক পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হলো আজ ভাষাসৈনিক এডভোকেট কাজী গোলাম মাহবুবের বাসভবনে। বাংলাদেশের বিভিন্ন জেলার ভাষা আন্দোলন সংগঠকদের পরিবারের সদস্যদের উপস্থিতি ছিলো উল্লেখ করার মতো। বাড়তি আকর্ষণ হিসেবে ছিলেন লন্ডনপ্রবাসী ভাষাসৈনিক খলিল কাজী (মন্টু কাজী) এবং একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রের আহ্বায়ক ডঃ ওবায়েদুল্লাহ মামুন।

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের স্ত্রী সর্বজন শ্রদ্ধেয় বেগম পেয়ারী মাহবুবের স্বাগত বক্তব্যের মাধ্যমে মিলনমেলা শুরু হয়। বাগেরহাটের ভাষাসৈনিক ইব্রাহীম হোসেন মিয়ার কন্যা শারমিন ইয়াসমিন আপা তাঁর বাবার লেখা স্মৃতিকথামূলক একটি বই নিয়ে এসেছিলেন।

কাজী গোলাম মাহবুবের বাড়ীতেই এখন ভাষা আন্দোলন মিউজিয়াম ও গবেষণা কেন্দ্র। আর এখানে সবার প্রিয় মুখ ছিলেন এম আর মাহবুব। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাষাসৈনিকদের নিয়ে তিনি মালা গাঁথতেন। নিরলস গবেষক মাহবুব ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি, শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে একুশের চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজন করতে যাচ্ছে ভাষা বিষয়ক সেমিনার, সংবর্ধনা ও কবিতা পাঠ। শুরু হবে বিকেল চারটায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments