শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাভাষাশহীদদের পাশাপাশি জ্ঞানতাপস শহীদুল্লাহকেও স্মরণ করলো একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের পাশাপাশি জ্ঞানতাপস শহীদুল্লাহকেও স্মরণ করলো একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র

বাংলাদেশ প্রতিবেদক: ভাষাশহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি জ্ঞানতাপস ডঃ মুহম্মদ শহীদুল্লাহ’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রের আহ্বায়ক ডঃ ওবায়েদুল্লাহ মামুন। আজকের এই ঐতিহাসিক দিনটিকে সামনে রেখে তিনি দেশে এসেছেন।

একুশে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভাষা আন্দোলন নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সংগঠনটি আয়োজন করতে যাচ্ছে সপ্তম সেমিনার এবং ভাষাসংগ্রামী সম্মাননা অনুষ্ঠান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক শামীম রেজা, অধ্যাপক মুহম্মদ আজম, অধ্যাপক এম আবদুল আলীম প্রমুখ। ভাষাসংগ্রামী সম্মাননা প্রদান করা হবে অধ্যাপক রফিকুল ইসলাম, বশীর আলহেলাল, মুহাম্মদ সুলতান, হালিমা খাতুন প্রমুখকে।

ডঃ ওবায়েদুল্লাহ মামুন জানান, সবগুলো সেমিনার পেপার অচিরেই বই আকারে প্রকাশিত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments