সুমন গাজী: গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে ওসি মাহাতাব উদ্দিনের নির্দেশনায় এস.আই, ইলিয়াছ হোসেন সঙ্গিও ফোর্স নিয়ে গতরাতে অভিযান পরিচালনা করে ৯৫০ পিস ইয়াবাসহ আলী হোসেন নামের এক যুবকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত যুবক গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে আলী হোসেন। তার ভাড়া বাসা নিজ কক্ষ থেকে বালিশের নীচ থেকে পৃথক পৃথক পাঁচটি নীল রঙ্গের পলিথিনের জিপার থেকে ৯৫০ পিস গোলাপী রঙ্গের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার মূল্য দুই লক্ষ ৮৫ হাজার টাকা। সে দীর্ঘ ছয় মাস যাবত এ ব্যবসা করে আসছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান আলী হোসেন মাদকদ্রব্য কেনা বেচার সাথে জড়িত থাকায় তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেন।

Previous articleবেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানা শ্রমিকদের বিক্ষোভ
Next articleউল্লাপাড়ায় তৈরী হচ্ছে গো-খাদ্য সাইলেজ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।