মাসুদ রানা রাব্বানী: ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানা শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কাজ বন্ধ করে রেশম কারখানার সামনে তারা এ বিক্ষোভ করেন।

তারা জানান, রাজশাহী রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক মজুরী ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক ৩০০ টাকা হারে বেতন পেলেও গত ছয় মাস ধরে তাদের সে বেতন বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। অর্থ সংকটে মানবতার জীবনযাপন করছেন অনেকেই। বিষয়টি কর্তৃপক্ষকে বলার পরও কোন ফল পাওয়া যাচ্ছে না।

কারখানা কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে। কিন্তু কোন সমাধান হচ্ছে না। এ ভাবেই কয়েক মাস কেটে গেছে। দ্রুত বেতন পরিষদের দাবি জানান তারা।

আরও পড়ুন  কলাপাড়ায় আন্ধারমানিক নদী দখল দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন
Previous articleরাজশাহীতে বেপরোয়া ট্রলির চাপায় প্রাণ গেল মুরগী ব্যবসায়ীর
Next articleগাজীপুরে ৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।