শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি'র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে ৪শত দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে (৫৩ বিজিবি) ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তবর্তী ঠোটাপাড়ায় (৫৩ বিজিবি)’র অধীনস্থ এলাকায় বয়স্ক নারী, পুরুষ ও শিশুসহ মোট ৪শ জন অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে (৫৩ বিজিবি)’র সহকারী পরিচালক শাহজাহান।

চাঁপাইনবাবগঞ্জ (৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য চিকিৎসা সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে (৫৩ বিজিবি)’র ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ সহ এ ধরনের সেবামূলক কাজ অন্যান্য সীমান্তবর্তী এলাকায় অব্যাহত থাকবে বলে এসব কথা জানান।

উল্লেখিত মেডিকেল ক্যাম্পেইনে মেডিকেল অফিসার হিসেবে চিকিৎসা প্রদান করেন ডাঃ ফুয়াদ কবির। এছাড়া আর-ও উপস্থিত ছিলেন মাসুদপুর সিমান্তের কোম্পানীর কমান্ডার সুবেদার আইন উদ্দিন সহ বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা। এবং ঐ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments