আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের আগামী এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে তারেক আহমেদ (দৈনিক যুগান্তর) ও সাধারণ সম্পাদক পদে মোল্লা মুশফিকুর মিল্টন (দৈনিক মানবকণ্ঠ) কে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম সহ কালিহাতী প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কামরুল হাসান (বিজনেস বাংলাদেশ), দাস পবিত্র (বাংলা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক মজলুমের কন্ঠ), মনির হোসেন (দৈনিক আজকালের খবর), কোষাধ্যক্ষ লতিফ তালুকদার (দৈনিক আজকের দর্পণ), দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (ভোরের কাগজ), ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান শেলী (স্বাধীনমত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম (মানবজমিন) কার্যকরী সদস্য সাব্বির আহমেদ আব্বাসী (দৈনিক নবচেতনা), শাহ আলম (খবর বাংলাদেশ), মীর আনোয়ার হোসেন (সমকাল), মনিরুজ্জামান মতিন (আলোকিত প্রতিদিন) ও রাইসুল ইসলাম লিটন (দৈনিক যায় যায় দিন)।

আরও পড়ুন  'বীর নিবাস' কাজে অনিয়মের কথা বলায় বীর মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি আ’লীগ নেতার
Previous articleমা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক, মূল হোতা গ্রেফতার
Next articleচাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং গ্রুপের মূলহোতাসহ গ্রেফতার ৪
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।