বিমল কুন্ডু: স্মার্ট বাংলাদেশ স্মার্ট প্রাণিসম্পদ এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

স্থানীয় মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও ভেটেনারি অনুষদের সাবেক ডিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. প্রিয় মোহন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বিল্লাল হোসেন। এতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সোনালী খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, শামছুল আলম, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান ও দুগ্ধ খামারি হাসিব খান তরুন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও তিনি ১৮ জন খুদ্র নৃগোষ্ঠীর মাঝে ৩৬ টি ভেড়া বিতরন করেন। প্রদর্শনীতে প্রাণিসম্পদের ২০ টি স্টল স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন  নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৪
Previous articleপারফর্ম না করলে সিনিয়রদের রাখবেন না হাথুরু
Next articleশ্রীবরদীতে পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।