বাংলাদেশ ডেস্ক: মোম্বাইয়ের মুসলিম ঐতিহ্যবাহী দুই শহর আওরঙ্গাবাদ ও ওসমানাবাদকে হিন্দু নামে পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক আদেশের মাধ্যমে এ প্রস্তাব অনুমোদন করে ভারত সরকার।

আদেশে বলা হয়েছে, ‘আওরঙ্গাবাদকে ‘ছত্রপতি সম্ভোজ নগর’ ও ওসমানাবাদকে ‘ধরশিব’ রাখাতে ভারত সরকারের কোনো আপত্তি নেই।’

আদেশে আরো বলা হয়েছে, ‘শহরের নাম পরিবর্তন করা হলেও আপাতত আগের নামেই বাকি থাকবে জেলা দু’টির নাম।’

জানা যায়, গত কয়েক বছর ধরে শিব সেনা ও বিজিপির সদস্যরা শহর দু’টির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। পরে ওই দাবিকেই আমলে নিয়ে শুক্রবার মোদি সরকার এ পরিবর্তন প্রস্তাব অনুমোদন করে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি ও শিব সেনার নেতারা। তবে এর বিরোধিতা করেছেন এমআইএম-এর পরিষদ সদস্য ইমতিয়াজ জলিলসহ স্থানীয়রা।

তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শহর দু’টির পূর্ব নামই বহাল রাখা উচিৎ। যেন ইতিহাসের এর সাথে মিল থাকে। এতে অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানেও বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে না।

সূত্র : ইটিভি ভারত

আরও পড়ুন  পাঁচবিবিতে তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী ও ব্যবসায়ীদের মাঝে শরবত বিতরন
Previous article‘আওয়ামী লীগের ভোট ডাকাতির স্বপ্ন এবার আর পূরণ হবে না’
Next articleসিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভাই-বোনের, আহত ৩
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।