শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে শ্রমজীবী ভূমিহীনদের আবাসনের দাবিতে ডিসি অফিস ঘেরাও

রংপুরে শ্রমজীবী ভূমিহীনদের আবাসনের দাবিতে ডিসি অফিস ঘেরাও

রংপুরে শ্রমজীবী ভূমিহীনদের আবাসনের দাবিতে ডিসি অফিস ঘেরাও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ জয়নাল আবেদীন ঃ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে শ্রমজীবী ভূমিহীনদের গৃহ নির্মাণের দাবিতে ভূমিহীন সংগ্রাম পরিষদের উদ্যোগে সোমবার সকাল ১১টায় ব্যানার ও লাল পতাকার বিশাল মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এর আগে নগরির শাপলা চত্বর হতে মিছিলটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এসময় জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনিন সংক্ষিপ্ত বক্তৃতায় ভূমিহীনদের আবাসন সংকট নিরসনে সর্বোচ্চ পদক্ষেপ নিবেন বলে উপস্থিত ভূমিহীন সদস্যদের আশ^াস প্রদান করেন ।স্মারকলিপি প্রদান শেষে কাচারী বাজারে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে বক্তব্য দেন ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা বাসদ আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মমিনুল ইসলাম ভূমিহীন সংগঠক মনোয়ার হোসেন, পেয়ারী খাতুন, মুক্তা খাতুন, বোনারুল ইসলাম । বক্তারা বলেন, দেশের দারিদ্র্য পীড়িত ১০টি জেলার মধ্যে রংপুর জেলা অন্যতম । এই অঞ্চলে ভারী কোন শিল্প কারখানা ও গ্রামাঞ্চলে সারা বছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটা বিরাট অংশ রিকশা, ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসা বাড়ির কাজের বুয়া, ছোট ছোট ভাসমান দোকানদার । এরা কোন রকমে ঝুপড়ি পেতে, কেউ অন্যের জায়গায়, কেউ ৪/৫ জন মিলে ১টি ঘর ভাড়া দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তারা কোনভাবেই টিকে থাকতে পারছে না। তারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছে না। বক্তারা বলেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ "রংপুর বিভাগীয় সদর দপ্তর " উদ্বোধন অনুষ্ঠানে অত্যন্ত জোর দিয়ে ভূমিহীন- গৃহহীনদের গৃহ নির্মানের জন্য প্রয়োজনে জমি কিনে হলেও আবাসনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশ দিয়েছেন। নেতৃবৃন্দ অতিদ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়নের জোর দাবি জানান। পাশাপাশি অসহায় দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য চাল,ডাল, তেল,আটা, চিনি দ্রব্যসমূহের আর্মি রেটে রেশন চালুর দাবিও করেন।##### ২৭.০২.২০২৩ জয়নাল আবেদীন রংপুর মোবাইল ০১৭১২১৯৯৫১৭

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments