বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাবন বিভাগের অভিযানে ২০ বন্য প্রাণী ও পাখি উদ্ধার, উদ্যানে অবমুক্ত

বন বিভাগের অভিযানে ২০ বন্য প্রাণী ও পাখি উদ্ধার, উদ্যানে অবমুক্ত

সুমন গাজী: আমরাই পারি বন্য প্রাণী বাঁচাতে’ এ প্রতিপাদ্যে গাজীপুরের টঙ্গীর বাজার থেকে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে ২০ টি বন্যপ্রাণী জব্দ করে ঢাকা বন্যপ্রাণী ব্যাপনা ও প্রকৃতি সংরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তর। পরে উদ্ধারকৃত ২০টি বন্যপ্রাণী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা। জাতীয় উদ্যানের কর্মকর্তা মো. কাজী নাজমুল হক,ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা, পার্কের বিট কর্মকর্তা হাবিবুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

ঢাকা বন্যপ্রাণী ব্যাপনা ও প্রকৃতি সংরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তর বলেন জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। জব্দকৃত পাখিগুলো বনের প্রকৃতিতে অবমুক্ত করা হয়। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২’র অন্তর্ভুক্ত রক্ষিত বন্য প্রাণী ধরা, শিকার, হত্যা করা, খাওয়া, ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পাখি বিক্রেতাদের বিরুদ্ধে বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে। বন্য প্রাণী পাখি শিকার রোধে সকলের সহযোগিতা কামনা করেন এ কর্মকর্তা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments