মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ বিশাল (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার মাদক কারবারি মোঃ বিশাল, মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার মোঃ সাদেকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার বাগান পাড়ায় অভিযান চালিয়ে ২.৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ বিশালকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের সে গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ব্যপারে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।